ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৮ জানুয়ারি ২০২৪  
নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্রের অষ্টম সংখ্যা প্রকাশিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ সংখ্যার সম্পাদক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম ও নির্বাহী সম্পাদক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।

মানববিদ্যা গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন। কলা অনুষদের এই যাত্রা অব্যাহত থাকুক। অষ্টম সংখ্যা নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রবন্ধিকদের মধ্যে রয়েছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জি এম তারিকুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ইসমত, কামাল উদ্দীন, সংগীত বিভাগের মো. আরিফুর রহমান, চারুকলা বিভাগের দ্রাবিড় সৈকত, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের রেজাউল এহসান, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জিল্লুর রহমান পল।

এছাড়া রয়েছেন- নজরুল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কাহারুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের রিয়াজুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সিরাজাম মনিরা, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাহমুদা শিকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. বেলাল হোসাইন, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবরিনা মেহরীন রাহা, আব্দুল করিম, ফোকলোর বিভাগের মো. রাকিবুজ্জামান, নৃ-বিজ্ঞান বিভাগের স্বপ্না পাপুল ও ফিরোজ আহমেদ, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের আজিজুর রহমান, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাহমুদ আল হাসান।

শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এম পি এ (থিসিস গ্রুপ) তানভীন নাফিসা মীম এবং ফোকলোর বিভাগের সাবেক স্নাতকোত্তর শিক্ষার্থী লিপা ইয়াসমিন রয়েছেন।

/তৈয়ব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়