ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ববিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৩০ জানুয়ারি ২০২৪  
ববিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ব্যতীত অ্যাকাডেমিক কার্যক্রম চলাকালে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং, মাদকসেবন ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ববিতে শিক্ষার্থী ব্যতীত একাডেমিক কার্যক্রম চলাকালে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন, বিশৃঙ্খলা সৃষ্টি করা, র‍্যাগিং ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ বলে গণ্য হবে।

পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতাধীন। তাই এসব কর্মকাণ্ডের সঙ্গে কারো জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও হয়, তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

ক্যাম্পাসে দিন দিন অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

/সাইফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়