ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

রাবির নতুন রেজিস্ট্রার ড. তারিকুল

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৪  
রাবির নতুন রেজিস্ট্রার ড. তারিকুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. তারিকুল হাসান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

তিনি রাবির রসায়ন বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক মো. তারিকুল হাসান রাবি থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও  এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে ইউনেসকো ফেলোশিপে জাপান থেকে পোস্ট  গ্রাজুয়েট ডিপ্লোমা ও  ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৭ সালে রাবির রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি রাবি প্রক্টরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সদস্য।

রাবিতে যোগদানের আগে তিনি কিছুদিন পেট্রোবাংলায় অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক হিসেবে চাকরিও করেন।

/শাকিবুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়