ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

জাবিতে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্তদের শাস্তি দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৪
জাবিতে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্তদের শাস্তি দাবিতে ঢাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে দলবেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযুক্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী আবদুল্লাহ-আল-নোমান বলেন, ধর্মীয় উপাসনালয়ের পর পবিত্র জায়গা শিক্ষাপ্রতিষ্ঠান। দেশ আজ যে মুহূর্তে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের পরিকল্পনা করছে, ঠিক সে মুহূর্তেই শিক্ষাপ্রতিষ্ঠানে দলবদ্ধভাবে ধর্ষণের মত ন্যক্কারজনক ঘটনা ঘটছে। সাধারণ শিক্ষার্থীদের চরিত্র-আদর্শ কতটা নিচে নেমে গেলে এ ধরনের হীন কাজ করতে পারে। আজ প্রশাসন ব্যবস্থাপনার কারণে করোনাকালে সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার পর ২০২৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর পুনরাবৃত্তি ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার পেছনে প্রশাসনের সরাসরি মদদপুষ্টতা রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। 

পড়ুন: জাবিতে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের এক ধর্ষক ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছিল। আজ সেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এখানে স্পষ্ট, এহেন কর্মকাণ্ডে প্রশাসনের অব্যবস্থাপনা, মদদপুষ্টতা রয়েছে। আজ রাজনৈতিক ছায়াতলে থাকা কিছু সন্ত্রাসী এ কর্মকাণ্ড নির্ভীকচিত্তে চালিয়ে যাচ্ছে। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে, কাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে প্রশাসনের সোচ্চার হতে হবে। আমরা এ ঘটনার  তীব্র নিন্দা জানাই। সেই সাথে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের (এমএইচ) পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন। মোস্তাফিজুর রহমান মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এ ঘটনায় তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

হারুন/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়