ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

পিইউতে কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
পিইউতে কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে (পিইউ) ‘এক্সপ্লোরিং গ্রাজুয়েট বিজনেস প্রোগ্রাম অ্যান্ড ক্যারিয়ার ইন কানাডা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কানাডার সেইন্ট মেরি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. রেহমান খোখার।
ড. খোখার কানাডার বিজনেস অ্যাডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্যগুলো তুলে ধরেন।

পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া, শিক্ষাবৃত্তি, খণ্ডকালীন চাকরি সুবিধা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি কানাডার কর্পোরেট সেক্টরে চাকরি সুবিধা ও ওয়ার্কপারমিটের বিভিন্ন দিন সম্পর্কেও অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

/ঢাকা/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়