চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারি প্রক্টর। তারা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারি অধ্যাপক অরূপ বড়ুয়া।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা।
পৃথক পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালায়ে সহকারী প্রক্টর হিসেবে কর্মরত। ব্যক্তিগত কারণে আমি আজ (১১ ফেব্রুয়ারি) এ পদ থেকে পদত্যাগ করছি।
অতএব, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ এবং সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
পদত্যাগের কারণ জানতে চাইলে ড. মো: মোরশেদুল আলম জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।
আরেক সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।
চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র হাতে পেয়েছি। স্বাভাবিক নিয়মেই তাদের আবেদনটি বিবেচনা করা হবে।
/আকিজ/মেহেদী/