বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। রাইজিংবিডি.কম এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের পাঠানো খবরে থাকছে বিস্তারিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) : রাবিতে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পুষ্পাঞ্জলির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোতে পূজা উদযাপন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সংলগ্ন মাঠে বিভিন্ন বিভাগ এবং অনুষদের পক্ষ থেকে ১৯টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। সেসব মণ্ডপে যথাযোগ্য মর্যাদার সাথে বরণ করে নেওয়া হয়েছে বিদ্যার দেবী সরস্বতীকে।
মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে পূজার মণ্ডপগুলো ঘুরে দেখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। এছাড়া প্রক্টর আসাবুল হক, জনপ্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, পূজাকে কেন্দ্র করে বর্ণিল সাঁজে সজ্জিত হয়েছে কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের আয়োজনে তৈরিকৃত মণ্ডপগুলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। পাশাপাশি পূজা শেষে প্রসাদ গ্রহণ করছেন পূণ্যার্থীরা।
এছাড়া সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) : হাবিপ্রবির শেখ রাসেল মাঠে ৮টায় প্রতিমা স্থাপন, সাড়ে ৮টায় পূজা আরম্ভ, সাড়ে ৯টায় অঞ্জলি প্রদান এবং ১১টায় প্রসাদ বিতরণ করার মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষাৰ্থীরা দেবী সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন। শিক্ষার্থীদের চাওয়া, তারা যেন পরিপূর্ণভাবে বিদ্যা অর্জন করতে পারে এবং বিদ্যার আলোতে আলোকিত হতে পারে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি ২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র রায়, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং সনাতন ধর্মের শিক্ষকবৃন্দ।
এসময় উপাচার্য বলেন, ধর্মীয় শিক্ষা আমাদের সহনশীল হতে, ধৈয্যশীল হতে শেখায়। আমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, তা সব ধর্মেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) : কুবির সব সনাতনী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকতা-কর্মচারীদের অংশগ্রহণে ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে প্রতিমা মণ্ডপে আনার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।
এরপর সকাল সাড়ে ৮টার দিকে পূজা শুরু হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে পূর্ণ হতে থাকে। সাড়ে ১০টার দিকে দেবীর প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করে সাড়ে ১১টার দিকে আলোচনা সভা করা হয়। দুপুর ১টার দিকে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এরপরই সকল সনাতনীরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) : রাবিপ্রবিতে সকাল সাড়ে ৭টায় সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর দেড়টায় প্রসাদ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। বিশেষ অতিথি হিসেবে প্রক্টর (ভারপ্রাপ্ত ) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রাধ্যস্ট সহকারী অধ্যাপক জনাব মোহনা বিশ্বাস।
এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র হলের সহকারী প্রাধ্যক্ষ সৌরভ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটির আহবায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি জনাব বিশ্বজিৎ শীল সাগর।
বিকাল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় আরতির মধ্য দিয়ে দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) : ববিতে পৃথকভাবে ১৫টি বিভাগের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিদ্যাদেবীর কাছে তারা শিক্ষা জীবনে সফল হতে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন।
পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটির আহ্বায়ক সুজন চন্দ্র পাল।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) : রাত ১২টা ১ মিনিটে ডিআইইউতে মণ্ডপ স্থাপন করা হয়। দুপুর ১২টা ১ মিনিটে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় পূজা। এ নিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
এদিকে পূজা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস। পূজার দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/মেহেদী/