ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঢাবির জিয়া হল সমাজবিজ্ঞান পরিবারের নতুন কমিটি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
ঢাবির জিয়া হল সমাজবিজ্ঞান পরিবারের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জিয়া হলের সমাজবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থীদের সংগঠন ‘সোশিওলজি অরগার্নাইজেশন অব জিয়া হল’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান আরিফ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাবির সিরাজুল ইসলাম লেকচার ভবনে সাংস্কৃতিক সন্ধা ও নৈশভোজ অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামি দুই বছরের জন্য  এ কমিটির ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি সোহাগ মোল্লা ও জুয়েল মিয়া।

উক্ত অনুষ্ঠানে সভাপতি দায়িত্বে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী আশিক মিয়া, সঞ্চলনার দায়িত্বে ছিলেন একই সেশনের শিক্ষার্থী জয়নাল হোসেন।

উল্লেখ্য, প্রায় ১০০ শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে এক আনন্দঘন মূহূর্ত সৃষ্টি হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

/হারুন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়