ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

চবিতে সিইউআরএইচএসের কর্মশালা

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
চবিতে সিইউআরএইচএসের কর্মশালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) এর উদ্যোগে ‘ক্রাকিং আইইএলটিএস উইথ শাহরিয়ার জন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির আইইএলটিস বিষয়ক শিক্ষক শাহরিয়ার জন। 
তানজিনা আক্তারের সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য রাখেন মাহমুদ শরীফ।

আইইএলটিএস প্রস্তুতিতে বাঁধা দূর করে সর্বোচ্চ স্কোর অর্জন ও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া এবং উন্নত ক্যারিয়ার গড়ার বিষয়ে আলোচনা করা হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

প্রসঙ্গত, সিইউআরএইচএস বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন গবেষণা চর্চা ও উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

/আকিজ/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়