চবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত অধ্যাপককে অপসারণ
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রসায়ন বিভাগে অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিনকে স্থায়ীভাবে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত সিন্ডিকেট ৫৪৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অপসারণের বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেটের একাধিক সদস্য বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশে ওই শিক্ষককে অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন : চবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
এর আগে, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার বরাবর চিঠি দিয়ে রসায়ন বিভাগে অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী। এদিন থেকেই অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
পরে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে প্রতিবেদন জমা দেয়।
/আকিজ/মেহেদী/