ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ডুসাসের বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ডুসাসের বার্ষিক বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব শৈলকুপা (ডুসাস) এর বার্ষিক বনভোজন নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের মোনার্ক রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন খান (বিপিএম, অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক), অধ্যাপক ড. আব্দুল আলিম (গণিত বিভাগ ,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ), মো:জাকারিয়া রহমান জিকু (অতিরিক্ত পুলিশ সুপার, হেড কোয়ার্টার)।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ  মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান বলেন, প্রথমেই  ডুসাসের এই সুন্দর মিলনমেলার আয়োজকদের  ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, ঢাবি শিক্ষার্থী হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের সততা, সাহসীকতা ও মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে অবদান রাখবে। এসময় তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে নানবিধ দিকনির্দেশনা  প্রদান করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ডুসাসের সভাপতি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি গর্বিত ও আনন্দিত। কারণ ডুসাসের সভাপতি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য কাজ করতে চাই। এই বার্ষিক বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও র‍্যাফেল ড্র’র আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

/হারুন/হাসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়