ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

জাবিতে ভর্তিচ্ছুদের দেওয়া হচ্ছে মোবাইল চার্জিং সুবিধা  

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
জাবিতে ভর্তিচ্ছুদের দেওয়া হচ্ছে মোবাইল চার্জিং সুবিধা  

বর্তমানে সবার কাছে মোবাইল একটি অপরিহার্য অনুষঙ্গ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ অপরিহার্য অনুষঙ্গটি সচল রাখতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি। তারা পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের জন্য জরুরি মোবাইল চার্জিং সুবিধা প্রদান করছে।

সমিতির সহায়তা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের তথ্য প্রদান, সুপেয় পানির ব্যবস্থা, কলম বিতরণ, অভিভাবকদের বসার সুব্যবস্থা, খাবার স্যালাইন বিতরণসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করছে শিক্ষার্থীরা।

এর পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেটস সামগ্রির ব্র‍্যান্ড ওরাইমো'র সহযোগিতায় জেলা সমিতির সহায়তা কেন্দ্রে পাওয়ার-ব্যাংকের মাধ্যমে ফ্রিতে ইলেকট্রনিক ডিভাইসে চার্জিং সুবিধা প্রদান করার বিষয়টি লক্ষ্য করা গেছে।

দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা চার্জিং সুবিধার বিষয়ে বলেন, আমরা অনেকেই অনেক দূরের জেলাগুলো থেকে এসেছি। এ কারণে ফোনে ঠিকমতো চার্জ না থাকায় প্রয়োজনে কাউকে কল দিতে পারছি না। এখানে এসেও যে কোথাও নিরাপদে চার্জ দিব, সে সুযোগও অনেক সময় থাকে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে বিনামূল্যে মোবাইল চার্জিং সুবিধা পেয়ে আমরা উপকৃত হয়েছি।

সহায়তা কেন্দ্রের এমন সুবিধা পেয়ে বেশ খুশি ভর্তিচ্ছু ও অভিভাবকরা। এর ফলে শিক্ষার্থীদের সমস্যা অনেকটাই কমেছে বলে জানান তারা।

ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বলেন, আমার রাজশাহীর বাস সাড়ে ৬টায়। ফোনে চার্জ ৬% ছিল। এ অবস্থায় আধা ঘণ্টা চার্জ দিতে পেরে চিন্তা মুক্ত হয়েছি।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি হৃদয় হোসাইন বলেন, চার্জিং সমস্যাটি গত বছরগুলো থেকেই দেখে আসছি। নিজ জেলাতেই ওরাইমো ব্রান্ডের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সোহান (মার্কেটিং ৪৯) থাকায় কাজটি সম্পাদন করতে পেরেছি। আনন্দ লাগছে পরীক্ষার্থীদেরকে এমন প্রয়োজনীয় ব্যাপারে সহায়তা করতে পেরে।

/আহসান/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়