ইবিতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো. আরিফুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আমাদের ৩৬টি ডিপার্টমেন্টই অংশগ্রহণ করছে। এখানেই এই আয়োজনের সার্থকতা। আমাদের সব ছেলেমেয়েরাই খেলবে। এখানে সবাই পড়বে, গাইবে, নাচবে- এটাই বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় স্পোর্টসে অনেক পরিচিতি পেয়েছে । খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো। এখানে কোনো মলিনতার জায়গা নেই, সংঘাতের জায়গা নেই।
উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বনাম সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।
/ফারহানা/মেহেদী/