গতিরোধক নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাবিতে মানববন্ধন
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি গেটে গতিরোধক নির্মাণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান তারা।
তাদের অন্য চার দাবি হলো, ফুটওভার ব্রিজ নির্মাণ, ফুটপাত দখলমুক্ত করা, গাড়ির গতিসীমা ২৫-৩০ কিলোমিটারের মধ্যে রাখা এবং সবগুলো গেইটে ট্রাফিক পুলিশ মোতায়েন করা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ফুটপাত দখল মুক্ত করুন’, ‘আমাদের জীবনের নিরাপত্তা চাই’, ‘আর কোনো হিমেল আমরা হতে চাই না’, ‘আর কোনো মায়ের বুক খালি না হোক’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি সজীব মেহেদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সংগঠনটির যুগ্ম-সম্পাদক ফওজিয়া নওরীন, কোষাধ্যক্ষ অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, আরবি বিভাগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে কেনো গতিরোধক দেওয়া হয়নি? বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমরা কেনো জীবন হারাবো? আমরা কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তাঁরা আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের কাজ শেষ না হতেই ফুটপাত দখল হয়ে গেছে। এখন যদি এসব বিষয় আমলে না নেওয়া হয়, তাহলে আমরা কার কাছে যাব?
তারা আরও বলেন, ক্যাম্পাসে প্রতিদিন ৩০-৩৫ হাজার শিক্ষার্থীর যাতায়াত। ক্যাম্পাসের তিনটা গেটে রাস্তা পার হতে আধা ঘণ্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়। আমরা শিক্ষার নগরীতে আছি, অথচ এতোবড় শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় গতিরোধক দেওয়া হয়নি। শিক্ষার্থীদের কিছু হওয়ার আগেই প্রশাসনকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গতিরোধক নির্মাণের কাজ শুরু হয়েছে।
/শাকিবুল/মেহেদী/