ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

রবিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত সম্মেলন

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২ মার্চ ২০২৪  
রবিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত সম্মেলন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখতে দুই দিনব্যাপী ক্ল্যাসিক্যাল মিউজিকের (ধ্রুপদী সংগীত) আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কনফারেন্সটি আগামীকাল রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এ অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২ মার্চ) এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম।

এসময় রবি উপাচার্য বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩ ও ৪ মার্চ এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।‘

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংসদ সদস্য চয়ন ইসলাম। কনফারেন্স বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগীতজ্ঞ শেখ সাদী খান। বিকেলে অনুষ্ঠিত হবে ‘বাংলা গানের পূর্বাপর: প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত' শীর্ষক সেমিনার। সন্ধ্যায় দেশ-বিদেশের সংগীত বিশেষজ্ঞদের শাস্ত্রীয় সংগীতের পরিবেশনায় থাকবে ধ্রুপদ (রাগ ভূপালী), খেয়াল (রাগ মুলতানি), তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত। এছাড়াও থাকবে প্রখ্যাত বীণাশিল্পী পণ্ডিত বিশখ শীলের পরিবেশনা।

দ্বিতীয় দিন ৪ মার্চ পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত) ও শুভ্রাংশু চক্রবর্তীর (কলকাতা, ভারত) প্রশিক্ষণে থাকবে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স।

উল্লেখ্য, এর আগে গত বছর ১৫-১৭ জুন ‘দ্যা আর্ট অব সোশ্যাল চেঞ্জস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টি।

/হাবিবুর/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়