জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল-ছাত্রলীগের মধ্যো সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টায় জাবি ছাত্রদলের মিছিলটি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক ডেইরি গেইট থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পথরোধ করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক, মুরাদ হোসেন, শফিকুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, আব্দুল কাদের মার্জুক, মো. সেলিম রেজা আহত হন।
অপরদিকে মাথায় গুরুতর আঘাত পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাইম। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছাত্রদল নেতা আব্দুল কাদের মার্জুক বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল নিয়ে মীর মশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, দু’পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। শুরুতে আমাকে বলেছিল ছাত্রদলের একজনকে ছাত্রলীগের ছেলেরা হলের ভেতরে আটকে রেখেছে। তবে পরবর্তীতে জানতে পেরেছি, সে ছেলেটি একটি মেডিকেল সেন্টারে ভর্তি আছে। সে বাড়ি থেকে কিছু টাকা চেয়েছে, ছাত্রদলের ছেলেরা বলছে সেটা মুক্তিপণের জন্য। আসলে মুক্তিপণের ব্যাপারটি সত্য নয়।
/আহসান/মেহেদী/