ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

রাবিতে চলছে ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা, আসনপ্রতি প্রতিযোগী ৪০

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৬ মার্চ ২০২৪   আপডেট: ১২:০০, ৬ মার্চ ২০২৪
রাবিতে চলছে ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা, আসনপ্রতি প্রতিযোগী ৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন আজ বুধবার (৬ মার্চ)। পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে চারটি শিফটে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

'এ' ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে চারটি শিফটে বিকাল ৪টা পর্যন্ত।

'এ' ইউনিটে ১ হাজার ৮৭২ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তিচ্ছু ৷ সে হিসাবে ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বেন ৪০ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এ ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে।

প্রসঙ্গত, এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। 'এ' ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং 'সি' ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ টি।

/শাকিবুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়