ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি

বিভাগীয় প্রধানের অব্যাহতি চায় শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৬ মার্চ ২০২৪  
বিভাগীয় প্রধানের অব্যাহতি চায় শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাজন সাহা কর্তৃক একই বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে তৃতীয় দিনের মত চলছে শিক্ষার্থীদের আন্দোলন। বিভাগে তালা ঝুলিয়ে বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে উপাচার্য বরাবর আবেদন করেছেন তারা।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন ‘উইমেন পিস ক্যাফে’ এবং ‘সেইভ দ্যা ইউথ’ এর যৌথ উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরিক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বিভাগের নেমপ্লেটে কালো কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে অভিযুক্ত দুই শিক্ষক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রর অফিসের নেমপ্লেট ভেঙ্গে আগুনে পুঁড়িয়ে দেন এবং বিভাগীয় প্রধানসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসেই আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে বিভাগ ত্যাগ করেন শিক্ষকরা। এদিন আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমানকে আহ্বায়ক এবং সিন্ডিকেট সদস্য উম্মে সালমা তানজিনা ও একে এম আব্দুর রফিককে সদস্য করে তিন সদস্যের একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সজন সাহার বিরুদ্ধে যৌন হয়রানি  ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রর বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগে এনে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী।
 

/তৈয়ব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়