কুবিতে শিবরাত্রির ব্রত পালন
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতনী বিদ্যার্থী সংসদের উদ্যোগে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের উদ্দেশ্যে মহা শিবরাত্রি ব্রত পালন করা হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে রাত সাড়ে ৮টার দিকে পুরোহিতের মন্ত্রের মাধ্যমে ঢাক বাজিয়ে শিবরাত্রির সূচনা করা হয়।
শিবরাত্রিতে কুবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত উপস্থিত ছিলেন।
সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি অজয় দেব বর্মন বলেন, ‘প্রথমবারের মতো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই শিবরাত্রির ব্রত আয়োজন করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরে কোথাও যেতে হচ্ছে না। তারা ক্যাম্পাসেই পূজা পালন করার সুযোগ পাচ্ছে। আমাদের রুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ।’
উল্লেখ্য, মহা শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য মহাদেব ‘শিবের মহা রাত্রি’। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এ ব্রত পালিত হয়।
/এমদাদুল/মেহেদী/