ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তামাকের বিরু‌দ্ধে কাজ করার শপথ তরুণ‌দের

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৯ মার্চ ২০২৪   আপডেট: ১৭:১৩, ৯ মার্চ ২০২৪
তামাকের বিরু‌দ্ধে কাজ করার শপথ তরুণ‌দের

‘তামাক থে‌কে দূ‌রে থা‌কি, সুস্থ-সবল প্রজন্ম গ‌ড়ি’ এমন দৃপ্ত শপথে ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশে (ইউল্যাব) ‘তামাক‌বি‌রোধী যুব সম্মেলন ২০২৪’ অনু‌ষ্ঠিত হ‌য়েছে। এতে অংশ নেওয়া দুই শতা‌ধিক তরুণ শিক্ষার্থীরা তামাকের বিরু‌দ্ধে কাজ করার প্রত‌্যয় জানায়। পাশাপা‌শি তামাকমুক্ত আগামী প্রজন্ম গড়‌তে তামাক নিয়ন্ত্রণ আইন শ‌ক্তিশালী করার আহ্বানও ছিল তা‌দের মু‌খে।

শনিবার (৯ মার্চ ) ইউল্যাব প্রাঙ্গণে বেসরকা‌রি স্বেচ্ছা‌সে‌বী সংস্থা নারী মৈত্রী তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে এ সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হি‌সে‌বে ঢাকা-১০ আস‌নের সংসদ সদস‌্য চিত্রনায়ক ফের‌দৌস আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাক থেকে দূরে থাকার বিকল্প নেই। আজকের তরুণরাই স্মার্ট বাংলা‌দেশ গড়ার হা‌তিয়ার। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ তামাকমুক্ত দেশ গড়তে তরুণ‌দের ভুমিকা অপরিসীম। এজন্য আজকের তরুণদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর প্রোগ্রামস ম্যানেজার মো. আবদুস সালাম মিয়াহ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, লালমাটিয়া গার্লস কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীরা, নারী মৈত্রীর তৃণমূল পর্যায়ের তরুণ সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ‌্যমকর্মীরা।

/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়