ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১০ মার্চ ২০২৪   আপডেট: ১৮:১৬, ১০ মার্চ ২০২৪
নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। রোববার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে দলটির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন হয়।

সাদা দলের সদস্য সচীব মহিউদ্দীন আহমেদের সঞ্চালনায় এসময় আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, দেশের ক্রান্তিকালে অসহনীয়ভাবে পণ্যদ্রব্যের মূলবৃদ্ধি ১৮ কোটি মেহনতি মানুষের খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কষ্টের বিষয়টিকে উপলদ্ধি করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে এসেছে। তারপরেও সরকারের দায়িত্বশীলরা জাতির সঙ্গে তামাশা করছেন। সামনে রমজান মাস। মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার আমাদের খেজুরের বদলে কুল খেতে বলছে। এর আগে বেগুনের দাম বৃদ্ধি পেলে সরকার প্রধান আমাদের কুমড়া বেগুনী খাওয়ার পরামর্শ দেন। বর্তমান সরকারের অব্যাবস্থপনার ফল দেশের জনসাধারণ বহন করছে।

/হারুন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়