চবিতে আয়োজিত হলো বিশ্ব বন্যপ্রাণী উৎসব
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগ ও চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাবের (সিইউবিসি) এর যৌথ উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণী উৎসব আয়োজিত হয়েছে।
'বিশ্ব বন্যপ্রাণী উৎসব ২০২৪' শিরোনামে সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় চবি জীববিজ্ঞান অনুষদে বৃক্ষরোপণ ও র্যালির মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেন ও বিশ্ব পরিব্রাজক অণু তারেক।
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, মানুষ ও পৃথিবীর প্রয়োজনে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞ ও শিক্ষিত জনগোষ্ঠীর পাশাপাশি আপামর জনসাধারণের অংশগ্রহণে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ইকোসিস্টেম রক্ষা করা সম্ভব।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, একই বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. এম ফরিদ আহসান।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
/আকিজ/মেহেদী/