ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ক্যারিয়ার কেন্দ্রিক হতাশায় ঢাবিতে ঝরল আরেকটা প্রাণ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১২ মার্চ ২০২৪  
ক্যারিয়ার কেন্দ্রিক হতাশায় ঢাবিতে ঝরল আরেকটা প্রাণ

ক্যারিয়ার কেন্দ্রীক হতাশা ও পারিবারিক কলহের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মহননকারী ওই শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম।

তরিকুলের সহপাঠিরা জানায়, বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তি ও চাকরি না পাওয়ার আক্ষেপের কারণেই তরিকুল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

জানা যায়, সোমবার (১১ মার্চ) তরিকুল ফরিদপুর জেলার নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠি ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত এবং তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। 

তরিকুলের বন্ধু আবু রায়হান ফেসবুকের শেয়ার করে লিখেছেন, তরিকুল আমার অনেক ভালো বন্ধু ছিল। সে এই ধরনের কাজ করবে ভাবতেই পারি না। এ মৃত্যু মানতেই পারছি না।

নাঈম নির্ঝর নামের আরেক শিক্ষার্থী বলেন, ভাবতেই কষ্ট হচ্ছে যে, আমার বন্ধু তরিকুল আর নেই। পারিবারিকভাবে অনেক হতাশাগ্রস্থ ছিল সে। ক্যারিয়ার কেন্দ্রীক হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আল্লাহ ওর বেহেশতে নসিব করুক।

মৃত্যুর ব্যাপারে বিভিন্নভাবে চেষ্টা করেও তরিকুলের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/হারুন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়