জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন অধ্যাপক আইনুল
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদটি শূন্য হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশটি বুধবার (১৩ মার্চ) থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদী পাবেন।
অধ্যাপক ড. আইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শিক্ষক সমিতির সদ্য সাবেক কমিটির সভাপতি ছিলেন এবং বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (১২ মার্চ) পারিবারিক কারণ দেখিয়ে প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন।
/লিমন/মেহেদী/