ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদী গণ-ইফতার

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৪ মার্চ ২০২৪  
বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদী গণ-ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গণ-ইফতারের আয়োজন করেছে শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামও অংশগ্রহণ করেন।

বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বেরোবির স্বাধীনতা স্বারকে শিক্ষার্থীরা এই গণ-ইফতার কর্মসূচি পালন করেন।

কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালি মুসলিম সংষ্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এর প্রতিবাদে এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করেছে।

এর আগে, গত রোববার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ করা হয়। একই দিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই নির্দেশনা দেন।

/সাজেদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়