ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডিআইইউ`র শিক্ষার্থীদের বহিষ্কার করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ১৯:১২, ১৪ মার্চ ২০২৪
ডিআইইউ`র শিক্ষার্থীদের বহিষ্কার করায় সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা করায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা সাংবাদিক সংগঠনগুলো। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাইজিংবিডির সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

বৃহস্পতিবার (১৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক মো. আবু সাঈদ চৌধুরী ও সদস্য সচিব অপূর্ব চৌধুরী এক যৌথ বিবৃতিতে বহিষ্কারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গণমাধ্যম কর্মীরা বিশ্ববিদ্যালয়ের নানা অসঙ্গতি তুলে ধরার কারণেই অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি আইন মানতে বাধ্য হচ্ছে। কিন্তু সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেক প্রশ্ন সামনে এসেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন রয়েছে। সেখানে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় স্বাধীন সাংবাদিকতা করছেন।

নেতৃবৃন্দ আরও  বলেন, ডিআইইউ’ নানা অনিয়মের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার শঙ্কায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছেন। অনেক অনিয়ম করতেই কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিকদের বহিস্কার করেছেন। তাদের এমন হীন উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ডিআইইউ ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরির আহ্বান জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষ প্রতিনিয়ত সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণে উঠে পড়ে লেগেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলেই সংগঠনটিকে একাধিবার বন্ধের পাঁয়তারা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনটির ১০ জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিক নেতারা মনে করেন, সংগঠনটি ২০২০ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসলেও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষায় নিয়োজিত কলেজগুলো সাংবাদিক সংগঠনগুলোর জন্য জায়গা বরাদ্দসহ বিভিন্নভাবে সহযোগিতা করলেও বিপরীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মুক্তবুদ্ধি চর্চায় অসহযোগিতা ও শিশুসুলভ আচরণ করছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরির আহবান জানাচ্ছি। অন্যথায় সারা দেশের ক্যাম্পাস সাংবাদিক সংগঠন নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়