ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কলেজের সম্পদ রক্ষার্থে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: অধ্যক্ষ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২১ মার্চ ২০২৪   আপডেট: ১৯:১০, ২১ মার্চ ২০২৪
কলেজের সম্পদ রক্ষার্থে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: অধ্যক্ষ

‘আমাদের শিক্ষার্থীদেরকে আরও সচেতন হতে হবে। তারা সবাই প্রাপ্তবয়স্ক। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে তাদেরও কাজ করতে হবে। শিক্ষার্থীরা ব্যতীত প্রশাসনের একার পক্ষে ক্যাম্পাসের সবকিছু ঠিক রাখা সম্ভব নয়।’

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কলেজের শেখ কামাল অ্যাকাডেমিক ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌস আরা বেগম।

সাত কলেজের বিভিন্ন বর্ষের ভর্তি কার্যাক্রমের তুলনায় তিতুমীর কলেজে বাড়তি ফি আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইডেন কলেজের তুলনায় আমাদের পরিবহন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খাতে ব্যয় বেশি। তাই, ভর্তি বিজ্ঞপ্তিতে ইডেনের তুলনায় আমাদের ফি তুলনামূলক বেশি। এ বিষয়গুলো আমাদের একার হাতে নেই। প্রথমে এটা আমাদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার অনুমতি প্রদান করে।’ 

সম্প্রতি ক্যাম্পাসের ওয়াশরুম অপরিষ্কার থাকার বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পূর্বের তুলনায় অধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিয়েছি। শুধু ওয়াশরুম ক্লিন করার জন্য আমরা হরিজন সম্প্রদায়ের পাঁচ জনকে নিয়োগ দিয়েছি। তারা প্রতিনিয়ত কাজ করছে। প্রত্যেকটি বিভাগীয় প্রধানের দায়িত্বে সবগুলো বিল্ডিংয়ে এসবের তদারকি হয়। কখনো কেউ অভিযোগ করলে, তা আমলে নিয়ে কাজ করা হয়।’

অধ্যক্ষ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদেরও তো আরও সচেতন হতে হবে। তারা ওয়াশরুম ঠিকমতো ব্যবহার করে না। এ বিষয়ে শিক্ষকরাও আমার কাছে অভিযোগ জানায়। প্রায়ই ওয়াশরুমের পানির কল চুরি হয়ে যায়। এগুলো কারা করে? আমরা আর কি করতে পারি? এজন্য ক্লাস শেষ হয়ে গেলে ওয়াশরুম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্যাম্পাসে অপরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসের মাঠ পরিষ্কারের কর্মসূচি পালন করছি। এখানে পর্যাপ্ত ডাস্টবিন রয়েছে। কোথায় ময়লা আবর্জনা ফেলতে হবে, সেটাও তাদেরকে বুঝতে হবে। সম্প্রতি ক্যাম্পাসে ইফতার পোগ্রামগুলো হচ্ছে, এগুলোও তো আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করছে।’

তিনি অভিযোগের সুরে বলেন, ‘শিক্ষার্থীরা লিফটে উঠে লিফটের দেয়ালে জুতার ছাপে ময়লা করে রাখে। এগুলো তো সাধারণ বিষয় যে, হেলান দিয়ে পা তুলে দাঁড়ালে জুতায় লেগে থাকা ময়লা লিফটের দেয়ালগুলোতে লেগে যায়। তারা সবাই তো প্রাপ্তবয়স্ক, এসব বিষয়ে সচেতনতা প্রয়োজন।’

/সিয়াম/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়