ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ইবিতে অনলাইনে সনদপত্র প্রিন্ট কার্যক্রম চালু

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩ এপ্রিল ২০২৪  
ইবিতে অনলাইনে সনদপত্র প্রিন্ট কার্যক্রম চালু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনলাইনের মাধ্যমে সনদপত্র প্রিন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এটি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এ প্রক্রিয়ায় এখন থেকে অনলাইনে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সনদপত্র তৈরি করে প্রিন্ট করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর হাতে অনলাইনের মাধ্যমে প্রিন্ট করা সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান, জেবুন নাহার নাসরিন, পিন্টু লাল দত্ত, সহকারী রেজিস্ট্রার ড. আব্দুল আজিজ ও শাখা কর্মকার্তা কাজী আতাউল হক প্রমুখ।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে অনলাইনের মাধ্যমে সনদপত্র প্রিন্ট করে শিক্ষার্থীদের দেওয়া হবে। এখন থেকে সনদপত্র আর হাতে লিখতে হবে না। তবে বিষয়টি সঠিকভাবে পরিচালনার জন্য প্রশাসনের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন।

/ইদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়