ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আইনশৃঙ্খলা রক্ষায় নোটিশ জারি  

গবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৩ এপ্রিল ২০২৪  
গবি শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আইনশৃঙ্খলা রক্ষায় নোটিশ জারি  

সাভারের (গবি) আইন বিভাগের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজনীতি ও প্রশাসন বিভাগের একজনের ছাত্রত্ব এক সেমিস্টার (৬ মাস) স্থগিত ও বাকিদের আর্থিক জরিমানা করা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। গত ১৮ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনার আদ্যোপান্ত জানতে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত শেষে কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থীর নাম মো. শিহাব আহমেদ। তিনি বিভাগের চতুর্থ সেমিস্টারের (৩১তম ব্যাচ) শিক্ষার্থী। জানা গেছে, আইন বিভাগের কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করে শিহাবসহ বাকি শিক্ষার্থীরা। এ সময় আইন বিভাগের কিছু ছাত্র প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। 

এদিকে, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকলকে পরিচয়পত্র প্রদর্শন ও পরিধান, প্রতি ফ্লোরে মনিটরিং কমিটি গঠন, ক্যাম্পাসে যে কোনও আয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া, অসুস্থতা বা বিশেষ কারণ ছাড়া ক্যাম্পাসে রিকশা/অটো রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া, অতিথি/ দর্শনার্থীর ক্ষেত্রে তার বিস্তারিত তথ্যাদি লিপিবদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে মারামারির ঘটনা বৃদ্ধির প্রসঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্য ড. মো. ফুয়াদ হোসেন বলেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে এখন শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভাগগুলো বড় হয়েছে। সামাজিক নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এরপরও আমরা চেষ্টা করছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে লেখাপড়ার উপযোগী পরিবেশ বজায় রাখতে। শৃঙ্খলা ভঙ্গ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আদর্শ পরিপন্থী কোনও কর্মকাণ্ড আমরা প্রশ্রয় দেব না।

সানজিদা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়