ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:২২, ৪ এপ্রিল ২০২৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ইফতার মাহফিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও সব হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে প্রত্যেক হলের ডাইনিং থেকে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ শুরু হয়। ইফতার বিতরণ শুরু হলে শিক্ষার্থীরা পূর্বে সংগ্রহ করা টোকেন দিয়ে লাইন ধরে ইফতার গ্রহণ করেন।

ইফতারে বিশ্ববিদ্যালয়ের চারটি হল; অগ্নি-বীণা, দোলনচাঁপা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। একই সময় ইফতার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দূই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

তবে অতীতের বেশ কয়েকবারের মতই এবারও দেরিতে ইফতার আয়োজন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। 

ইফতার আয়োজক কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যপক ড. আতাউর রহমান জানান, ইফতারের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইফতারে ম্যাক্সিমাম শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ হয়েছে। আমরা সবাইকে ভালো মানের ইফতার সরবরাহ করেছি।

উল্লেখ্য, ইফতার সুষ্ঠুভাবে পরিবেশন করতে গত সোমবার (১ এপ্রিল) থেকে শিক্ষার্থীদের মাঝে টোকেন বিতরণ করে সংশ্লিষ্ট হলগুলো।

/তৈয়ব/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়