ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাবির সঙ্গে অন্তর্ভুক্ত হলো রাজশাহীর ৪ কলেজ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৪ এপ্রিল ২০২৪  
রাবির সঙ্গে অন্তর্ভুক্ত হলো রাজশাহীর ৪ কলেজ

রাজশাহী শহরের চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সিটি কলেজ এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

/শাকিবুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়