ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

রাবিতে যৌন নিপীড়ন প্রতিরোধে মতবিনিময় সভা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:৩১, ৬ এপ্রিল ২০২৪
রাবিতে যৌন নিপীড়ন প্রতিরোধে মতবিনিময় সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু আন্দোলন মঞ্চের উদ্যোগে 'যৌন নিপীড়ন  প্রতিরোধে করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিবের সঞ্চালনায় এবং আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে নিপীড়িতদের আইনি ও মানসিক সাপোর্ট দেওয়ার লক্ষ্যে একটি স্বতন্ত্র 'ভিকটিম সাপোর্ট সেল' গঠনের প্রস্তাব করা হয়।

সভা শেষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা শীঘ্রই বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকর সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবকে আহ্বায়ক এবং রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মামুন হায়দার রানা, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শওকত উদ্দিন (রেন্টু), অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি এবং আনু মুস্তাফা।

শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিব, উর্দু বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূর আহসান।

/শাকিবুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়