ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

১২৮ রোগীকে অনুদানের চেক হস্তান্তর করলেন ডা. দীপু মনি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১৯, ৭ এপ্রিল ২০২৪
১২৮ রোগীকে অনুদানের চেক হস্তান্তর করলেন ডা. দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ১২৮ জন জটিল রোগীর জন্য প্রদত্ত চিকিৎসা অনুদানের চেক হস্তান্তর করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শনিবাার (৬ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেকগুলো হস্তান্তর করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। আজকে ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল রোগে আক্রান্ত রোগীরা প্রত্যেকে ৫০,০০০ টাকা করে চেক পেলেন। আপনাদের চিকিৎসা ব্যয়ের তুলনায় এ অনুদান অপ্রতুল হলেও এতে চিকিৎসার ব্যয় কিছুটা লাগব হবে।

মন্ত্রী সব অসহায় মানুষের পাশে শেখ হাসিনার সরকার সবসময় আছে বলে সবাইকে আশ্বাস দেন।

এসময় জেলা প্রশাসন চাঁদপুর ও অন্যান্য সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনের অপর কর্মসূচীতে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা) চাঁদপুরে জেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিল ও নিবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় নিবাসীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন ও তাদের সঙ্গে ইফতার করেন।

/এএএম/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ