ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:৩৬, ২১ এপ্রিল ২০২৪
তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ঢাবির

চলমান তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাস চলবে। এসময়ে আবাসিক হল খোলা থাকবে।

সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ রোববার (২১ এপ্রিল) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন:

এছাড়া, চলমান তীব্র তাপবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে 
নিচের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১। সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।
২। যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।
৩। বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।
৪। বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা।
৫। তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা ইত্যাদি।

/হারুন/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়