ইবিতে ইসতিসকার নামাজ আদায়
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র দেশ। গাছপালা তরুলতা নুয়ে পড়ছে রোদের তাপে। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান আল্লাহর দরবারে ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ আদায় করা হয়। এতে ইবির সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।
এ ইসতিসকার নামাজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
নামাজে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন, বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল হক প্রমুখ।
নামাজ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব মাওলানা আশরাফ উদ্দীন খান।
/ইদুল/মেহেদী/