ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

৫ মে পর্যন্ত ববিতে সশরীরে ক্লাস বন্ধ

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২ মে ২০২৪  
৫ মে পর্যন্ত ববিতে সশরীরে ক্লাস বন্ধ

তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতভাগ অনলাইনে ক্লাস কার্যক্রম আজ বৃহস্পতিবার (২ মে) থেকে আগামী রোববার (৫ মে) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময়ে বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহ-এর কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে শতভাগ অনলাইনে ক্লাস কার্যক্রম বৃহস্পতিবার (২ মে) থেকে রোববার (৫ মে) পর্যন্ত বর্ধিত করা হলো। তবে উক্ত সময়ের মধ্যে পূর্বনির্ধারিত পরিক্ষাসমূহ ও বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম যথারীতি চলবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। সেগুলো হলো-

১. সাদা বা হালকা রংয়ের ঢিলেঢালা সুতি পোষাক পরিধান করা।

২. যথা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।

৩. বাহিরে যেতে হলে মাথার জন্যে চওড়া কিনারা যুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

৪. বিশুদ্ধ পানি পান করা। প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- স্যালাইন, ডাবের পানি পান করা।

৫. তাপমাত্রা বৃদ্ধিকারি পানি যেমন চা-কফি পান থেকে বিরত থাকা।

উল্লেখ, তীব্র তাপদাহের কারণে গত ২১ এপ্রিল ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরি সভায় ৩০ এপ্রিল পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

/সাইফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়