তীব্র দাবদাহে গবিসাসের ‘বিহঙ্গের জল’
গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পশু-পাখিদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ মে) বিকেলে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গবিসাসের সভাপতি আখলাক-ই-রাসূলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাদামতলা থেকে এ কর্মসূচি শুরু হয়ে বাদামতলা, আমতলা, তালতলা, ট্রান্সপোর্ট ইয়ার্ডসহ ক্যাম্পাসের বিভিন্ন গাছে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে এবং মাটির হাঁড়ি স্থাপন করে পাখি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হয়।
পশু-পাখিদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় গবিসাসকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফুয়াদ হোসেন বলেন, সাংবাদিক মাত্রই যে মানবিক, তা গবিসাসের এ উদ্যোগ থেকেই বোঝা যায়। বিরূপ আবহাওয়ায় প্রাণীকূলের জন্য পানির ব্যাবস্থা করার জন্য আমাদের শিক্ষার্থীদের সাধুবাদ জানাই।
গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, বিগত কয়েকদিনের তাপদাহে জনজীবনের সঙ্গে ওষ্ঠাগত প্রাণীকুলও। এর পাশাপাশি পানি সংকটও লক্ষণীয়। তীব্র গরমে ক্যাম্পাসের কুকুর বিড়াল ও পাখিদের পিপাসা মেটাতে এবং ফেলনা প্লাস্টিকের পুনঃব্যবহারের প্রচেষ্টায় গাছে গাছে মাটির হাড়ি এবং পানির বোতল কেটে ঝুলানো হয়েছে।
এসময় উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দও উক্ত কার্যক্রমের প্রশংসা করেন। পরবর্তীতে এই ধারা অব্যহত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পানির সংকট দূর না হওয়া পর্যন্ত প্রতিদিন পাত্রগুলোতে পানির ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন গবিসাসের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও গবিসাসের সদস্যবৃন্দ।
/সানজিদা/মেহেদী/