শত প্রতিকূলতায়ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় মাহাবুব
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

স্ট্রেচারে করে মাহাবুবকে পরীক্ষার হলে পৌঁছে দিচ্ছেন সেচ্ছাসেবকগণ
বিশ্ববিদ্যালয় মানেই যেন রঙিন স্বপ্নের হাতছানি। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে অসম্ভব কষ্ট আর ত্যাগ করে আসছে অসংখ্য স্বপ্নবিলাসী। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। স্বপ্ন যেকোনোভাবেই হোক, তাদের যে পাবলিকিয়ান হতেই হবে। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’- গান যুক্ত করে ভিডিও আপলোড দিতে হবে। ছুটিতে বাড়িতে গিয়ে ছোট ভাই-বোনদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। এলাকায় গিয়ে অংশগ্রহণ করতে হবে নানা সামাজিক কার্যক্রমে। এমনই এক স্বপ্নবাজ তরুণ মো. রিয়াদ মাহাবুব।
গতকাল শুক্রবার (১০ মে) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দুই পায়ে ব্যান্ডেজ নিয়ে ঠাকুরগাঁও থেকে আসে। পায়ে ব্যান্ডেজ থাকার কারণে হাঁটার অবস্থা নেই। কিন্তু তাকে তো পরীক্ষা দিতেই হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। রাখতে হবে মেধার স্বাক্ষর, উজ্জ্বল করতে হবে মা-বাবার মুখ। তার এ স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে হাবিপ্রবির রেড ক্রিসেন্ট, বিএনসিসি এবং স্কাউটের স্বেচ্ছাসেবকেরা।
পায়ে ব্যান্ডেজ থাকায় পরীক্ষার্থীকে স্ট্রেচারে করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেন এসব স্বেচ্ছাসেবকরা। তাদের এমন জরুরি সেবা পেয়ে সন্তুষ্ট সুবিধাভোগী এ পরীক্ষার্থী। একই সঙ্গে ক্রান্তিকালে এমন সেবামূলক কাজ করতে পেরেও আনন্দিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা।
এ বিষয়ে রেড ক্রিসেন্টের দলনেতা আবির চন্দ্র অপু বলেন, আমরা দেখতে পাই, অটোতে করে দু’পা ভাঙ্গা এক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। এরপর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা তাকে পরীক্ষার রুমে পৌঁছে দেই।
পায়ে কি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, অসুস্থ ওই শিক্ষার্থী আমাদের জানিয়েছে, ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় এক দুর্ঘটনায় তার দু’পা ভেঙে গেছে। তার চিকিৎসা চলছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অসুস্থ অবস্থায়ও সে আমাদের ক্যাম্পাসে এসেছিল। আমাদের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করা হয়েছে।
/সংগ্রাম/মেহেদী/