কুবি শিক্ষক সমিতির কুশপুত্তলিকা ছিঁড়ে ফেলেছেন শিক্ষার্থীরা
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঝুলানো উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের দুটি কুশপুত্তলিকা ছিঁড়ে ফেলেছেন শিক্ষার্থীরা। রোববার (১২ মে) কুশপুত্তলিকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নতুন গেইটের সামনে ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা ৭টার দিকে এই কুশপুত্তলিকাগুলো ছিঁড়ে ফেলেন। ওই শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী রাশেদ ইবনে নূর, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান খান জয়, বাংলা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী সালাউদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সাইফ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ১৩তম আবর্তনের শিক্ষার্থী রাশেদ ইবনে নূরকে জিজ্ঞেস করা হলে তিনি কুশপুত্তলিকা ছেঁড়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি ক্যাম্পাসে ঢোকার সময় এটা দেখি। বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। তাই আমিসহ কয়েকজন মিলে কুশপুত্তলিকাগুলো ছিঁড়ে ফেলেছি।'
উল্লেখ্য, গত শুক্রবার (১০ মে) উপাচার্যের নানা দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের দুই পয়েন্টে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইনের এ কুশপুত্তলিকা ঝুলিয়ে দেয়।
/এমদাদুল/মেহেদী/