ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

ঢাবিতে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১ জুন ২০২৪   আপডেট: ১৯:৩২, ১ জুন ২০২৪
ঢাবিতে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ( ঢাবি) মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলতনায়াতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতির বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুর নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

কামাল আবদূর নাসের বলেন, বঙ্গবন্ধুর জন্যই মার্চ মাস বাংলাদেশের জন্ম মাস হয়েছে।  আমাদের জানা থাকা দরকার কীভাবে, কোন সময়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল। যখন পাকিস্তানের মাতাল,দুশ্চরিত্র শাসক ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের উপর নির্মম অত্যাচার করতে সামরিক বাহিনী পাঠাতো। সে সময়ে বঙ্গবন্ধু দূরদর্শী নেতত্বের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু প্রথম মাদরাসা শিক্ষাকে বৈজ্ঞানিক রূপ দেওয়ার চেষ্টা  করেছেন। তিনিই প্রথম প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিল। তারই ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনা আজ সারা দেশে বিনামূল্যে ৪৬৪ কোটি বই বিতরণ করেছেন।

এসময় আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন ছাত্রলীগের একটি যুগোপযোগী সিন্ধান্ত। এতে মাদরাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষায় দীক্ষিত হওয়ার পথে অগ্রসর হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে ঢুকেই তিনি বলেছিলেন, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলিম বিশ্বে তিনি দূরদর্শীতার সঙ্গে কুটনৈতিক সর্ম্পক স্থাপন করেছে। ৫২ সনের ভাষা আন্দোলনের ফলে বুঝেছিলেন, দেশ পাকিস্তানের কাছে নিরাপদ নয়। তখন থেকেই দেশকে স্বাধীন করার ব্যাপারে চিন্তা করেন। বিভিন্ন সময়ে তিনি দেশকে স্বাধীন করার জন্য রুপরেখা প্রদান করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদরাসার স্বীকৃতির জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছিল। শেখ হাসিনার জোরালো হস্তক্ষেপে তা স্বীকৃতি পায়। তাই তাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন  দেখেছিলেন। সেটার বাস্তবায়নের জন্য আমাদের স্মাট শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে হবে। এজন্য মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষার আহ্বান জানান।

‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার, ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ল্যাপটপসহ বঙ্গবন্ধু জীবনী সংবলিত বই উপহার দেওয়া হয়।

/হারুন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়