ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

গবেষণা সম্মাননা পেলেন পবিপ্রবির ১৮ শিক্ষক

পবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২ জুন ২০২৪  
গবেষণা সম্মাননা পেলেন পবিপ্রবির ১৮ শিক্ষক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে গবেষণায় সফলতার জন্য তিন বিভাগের ১৮ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

রোববার (২ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে শিক্ষক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিপ্রবি  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজের সভাপতিত্বে ও গবেষণা উৎসব আয়োজক কমিটি সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, গবেষণা উৎসব আয়োজক কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন, যারা দেশের উন্নয়নে গবেষণা করেন, তাদের গবেষণা সর্বশ্রেষ্ঠ। এ আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের গবেষণা সম্পর্কে জানতে পারছি। নিজেদের গবেষণা আরও সহজতর হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গবেষকগণ দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। এ ধরনের আয়োজন গবেষকদের গবেষণামূলক কাজে আরও উৎসাহিত করবে।

/আনিসুর/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়