ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

শহিদ সোহরাওয়ার্দী কলেজ

চুরির ফুটেজ দেখানোর জন্য সিসি ক্যামেরা না: অধ্যক্ষ

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৩ জুন ২০২৪  
চুরির ফুটেজ দেখানোর জন্য সিসি ক্যামেরা না: অধ্যক্ষ

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ থেকে হেলমেট চুরি যেন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে চুরি হওয়া এসব হেলমেট ফিরে পেতে কলেজে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাতে নারাজ অধ্যক্ষ মোহসীন কবির।

ভুক্তভোগীরা চুরি থেকে পরিত্রাণ পেতে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তাদের নানাভাবে তিনি হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল রোববার (২ জুন) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বিশেষ মিটিংয়ে অংশগ্রহন করতে ক্যাম্পাসে আসেন সংগঠনটির উপদেষ্টা ইমরান মাহমুদ। মিটিং শেষে মোটরসাইকেলের কাছে গেলে দেখতে পান, সেখানে রাখা তার হেলমেট নেই। অনেক খোঁজাখুঁজির পর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে অধ্যক্ষের রুমে যান তিনি। কিন্তু অধ্যক্ষের রুম বদ্ধ থাকায় তিনি উপাধ্যক্ষের রুমে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মাঠের সব সিসি ক্যামেরার ফুটেজ অধ্যক্ষের রুমে। ভুক্তভোগী ইমরান মাহমুদের ঘটনা প্রথম নয়, এর আগেও এমন ঘটনা অসংখ্যবার ঘটেছে।

এদিকে সোমবার (৩ জুন) হেলমেট চুরির ঘটনায় কলেজের সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আকবর চৌধুরী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যান। কিন্তু অধ্যক্ষের সহকারী আইয়ুব এখন দেখা করা সম্ভব না বলে জানিয়ে দেন। এছাড়াও তিনি নানাভাবে বিষয়টি নিয়ে তাচ্ছিল্য করেন।

পরে সাংবাদিক সমিতির সভাপতি আইয়ুবের অনুরোধে অধ্যক্ষের সঙ্গে দেখা করার অনুমতি পান আকবর। তবে রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে জিজ্ঞেস করে অধ্যক্ষ তাকে দূর থেকে কথা বলতে বলেন। একইসঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ কোনোভাবেই দেখানো সম্ভব না বলে জানিয়ে দেন।

বিষয়টি নিয়ে কলেজ সাংবাদিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর অনুরোধ করলে অধ্যক্ষ মোহসীন কবির বলেন, ‘অধ্যক্ষ রুমের সিসি ফুটেজ দেখানো সম্ভব না। প্রতিদিন কোনো না কোনো জিনিস হারানো যাবে, আর আমরা সিসি ফুটেজ দেখাবো; এটা হবে না। যার চুরি হয়েছে, তাকে থানায় জিডি করতে বলো। পুলিশ আসলে ফুটেজ দেখাবো।’

তিনি বলেন, ‘ক্যাম্পাস থেকে কি চুরি হলো, সেটা দেখার জন্য সিসি ক্যামেরা না! সিসি ক্যামেরা হচ্ছে শিক্ষার্থীদের কে আসলো কে গেলো, সেটা দেখার জন্য।’

/ইয়াছিন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়