ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১৭ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৫ জুন ২০২৪  
১৭ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ১৭ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বুধবার (৫ জুন) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সবধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ফলে এ সময় পর্যন্ত শিক্ষার্থীরা ছুটি পালন করবেন। এছাড়া আগামী ১০ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ফলে এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা ছুটি পালন করবেন।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ি যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আজ বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ রয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় আজ থেকেই সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সবমিলিয়ে ১৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা এবং ১৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ছুটি শেষে আগামী ২২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিস স্বাভাবিক নিয়মে চলবে।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়