ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, বন্ধ থাকবে হল

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৫ জুন ২০২৪   আপডেট: ২১:৪১, ৫ জুন ২০২৪
২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, বন্ধ থাকবে হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আগামীকাল ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত মোট ২৩ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ২৯ জুন ক্লাস পরীক্ষা শুরু হওয়ার চারদিন আগে ২৫ জুন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। 

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ দিন বন্ধ শেষে ২৯ জুন সব বিভাগের ক্লাস-পরীক্ষা চালু হবে। এর আগে ২৫ জুন থেকে সকল দপ্তরের কার্যক্রম শুরু হবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ জুন থেকে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং ৮-২৪ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৭ জুন ও ২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে। 

এদিকে ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ১৪ দিন বন্ধ থাকবে। এজন্য আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৪ জুন সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আগামী ১০ জুন সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ২৪ জুন সকাল ১০ টায় খুলে দেওয়া হবে। আমরা প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

উল্লেখ্য, ছুটিতে হল খোলা রাখার দাবিতে সোমবার (৩ জুন) সকাল থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। পরে কোনো সিদ্ধান্ত না পেয়ে তারা দুপুর ২টার বাস ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আরও পড়ুন: ঈদে হল খোলা রাখার দাবি ইবি শিক্ষার্থীদের

/নুর/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়