ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৬ জুন ২০২৪  
ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ পরীক্ষায় ১৩৬ জন আবেদন করলেও ৮৪ জন অংশগ্রহণ করেন, যা আবেদনকারী শিক্ষার্থীর ৬১.৭৭ শতাংশ।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন ও চারুকলা বিভাগের সভাপতি এএইচএম আক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইবির চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। এতে গুচ্ছভুক্ত এ, বি ও সি ইউনিটের জন্য যথাক্রমে ৯,১৫ ও ৬টি আসন বরাদ্দ রয়েছে।

/ইদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়