ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

কুবিতে শ্রেণি কার্যক্রম শুরু রোববার

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২২ জুন ২০২৪   আপডেট: ১৯:৪৬, ২২ জুন ২০২৪
কুবিতে শ্রেণি কার্যক্রম শুরু রোববার

উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে শ্রেণি কার্যক্রমে ফিরছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শনিবার (২২ জুন) সশরীরে অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। 

তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার (২৩ জুন) থেকে বিশ্ববিদ্যালয় খুলছে এবং যথারীতি ক্লাস শুরু হবে। তবে গত ৯ জুন থেকে চালু হয়েছে প্রশাসনিক কার্যক্রম। 

জানা যায়, গত ৩০ এপ্রিল ৯৩তম সিন্ডিকেট সভায় উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৫ জুন অনুষ্ঠিত ৯৫তম জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ৯ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম এবং ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুন থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

এর মধ্যে, ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন থেকে ২২ জুন অবধি অ্যাকাডেমিক কার্যক্রম এবং ১৩-২২ জুন অবধি প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

উল্লেখ্য, বিভিন্ন দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে শ্রেণি কার্যক্রম বর্জন করে আসছিল শিক্ষক সমিতি। সর্বশেষ গত ২১ জুন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাসে ফেরার ঘোষণা দেওয়া হয়। তবে আন্দোলন চলবে জানিয়ে বলা হয়, দাবিগুলো আদায়ের আগ পর্যন্ত শিক্ষকরা দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবে। শিক্ষক সমিতির দাবিগুলো আগামী ২০ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে পূর্বের ন্যায় আবারও আন্দোলন করবে শিক্ষক সমিতি। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে আগামীকাল রোববার (২৩ জুন) থেকে সশরীরে ক্লাস নেব। প্রয়োজনে শিক্ষার্থীদের স্বার্থে অনলাইনে অতিরিক্ত ক্লাস নিয়ে হলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়