ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি যবিপ্রবি শিক্ষকদের

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৬ জুন ২০২৪  
পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি যবিপ্রবি শিক্ষকদের

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা।

বুধবার (২৬ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের নিচে যবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এর আগে, মঙ্গলবারও (২৫ জুন) তারা একই কর্মসূচি পালন করেন স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের নিচে।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করছেন। আগামী ৩০ জুন তারা দিনব্যাপী কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো।

শিক্ষকরা আরও জানান, পরীক্ষা চালু রেখে আন্দোলন করলে এর কোনো সুফল পাওয়া যাবে না। যদি পরীক্ষা চালু ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু রেখে কর্মসূচি পালন করা হয়, তবে সরকার সংশ্লিষ্টের টনক নড়বে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, দাবি পূরণ না হলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বন্ধ করে দিবে। এদের সঙ্গে একমত পোষণ করে আমরাও গুচ্ছ ভর্তি কার্যক্রম বন্ধ রেখে কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।
 

/এমদাদ/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়