ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বাকৃবি সোনালী দলের সভাপতি ড. হারুন, সম্পাদক ড. খায়রুল

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১ জুলাই ২০২৪  
বাকৃবি সোনালী দলের সভাপতি ড. হারুন, সম্পাদক ড. খায়রুল

অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান

বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০২৪-২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান মনোনীত হয়েছেন। 

রোববার (৩০ জুন) বিষয়ভিত্তিক কমিটি নির্বাচনী দলের আহ্বায়ক ও বিদায়ী সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী এবং সদস্য সচিব ও বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী, কোষাধ্যক্ষ প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, যুগ্ম-সম্পাদক-১ ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, যুগ্ম-সম্পাদক-২ মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।

এছাড়াও সদস্য হিসেবে আটজন এবং পদাধিকার বলে সদস্য পদে চারজন শিক্ষক মনোনীত হয়েছেন।

/লিখন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়