গবেষণা প্রকল্পে বরাদ্দ পাচ্ছেন বুটেক্সের ২ শিক্ষক
বুটেক্স সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং নুসরাত জাহান
শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় গবেষণা প্রকল্পের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই শিক্ষক। সম্প্রতি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি হতে এ তথ্য গেছে।
গবেষণা বরাদ্দপ্রাপ্ত শিক্ষকরা হলেন বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং সহকারী অধ্যাপক নুসরাত জাহান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় তারা এ বরাদ্দ পান। শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির জাতীয় স্টিয়ারি কমিটি এ বরাদ্দ অনুমোদন করে। এ দুই শিক্ষকের গবেষণার বিষয় হলো- বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং গার্হস্থ্য বর্জ্য পদার্থে নিষিদ্ধ অ্যালকাইল-ফেনল ইথোক্সিলেটস (এপিইও) এর উপস্থিতি সনাক্তকরণ ও বিশ্লেষণ।
তিন বছরের জন্য এ গবেষণা প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এবং কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নুসরাত জাহান।
গবেষণার বিষয়ে ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন বলেন, নিষিদ্ধ রাসায়নিক এপিইও মানবদেহে প্রবেশ করে হরমোনজনিত সমস্যা সৃষ্টি করে। এটি নিষিদ্ধ হলেও আমাদের দেশে ভূ-গর্ভস্থ পানিতে পাওয়ার কথা শুনা যায়। সমস্যা সৃষ্টিকারী এ রাসায়নিক যৌগটি টেক্সটাইল শিল্প ও বাসাবাড়ির বর্জ্যতে কতটুকু আছে তা বের করা আমাদের গবেষণার লক্ষ্য।
/সাজ্জাদ/মেহেদী/