ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটাধারী হয়েও তা বাতিল চান ববি শিক্ষার্থী

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ৮ জুলাই ২০২৪   আপডেট: ২৩:১১, ৮ জুলাই ২০২৪
মুক্তিযোদ্ধা কোটাধারী হয়েও তা বাতিল চান ববি শিক্ষার্থী

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিলের দাবিতে সারাদেশে একযোগে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন খোদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী রিফাত তালুকদার। তিনি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একতাবদ্ধ হয়ে নানা কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। অবিলম্বে এ কোটা পদ্ধতি বাতিল চান এ মুক্তিযোদ্ধা সন্তান।

রিফাত তালুকদার ববির ভূতত্ত্ব ও খনিজবিদ্যা শিক্ষার্থী। তিনি বলেন, কোনো জাতিকে যদি শেষ করতে চাও তাহলে তাদের শিক্ষা, মেধা বিনাশ কর। ১৯৭১ সালে শোষণ, বৈষম্য এর জন্য যুদ্ধ করেছিল আমাদের বাবা, দাদা, নানা। কিন্তু ২০২৪ সালে এসেও সেই সরকারি চাকরিতে আবার শোষণ, বৈষম্য দেখা যাচ্ছে। কোটা পদ্ধতি ব্যবহার করে কোনোদিনও জাতির উন্নতি সম্ভব না। আমিও একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। আমার নানা বিডিআর এর হাবিলদার ছিলেন। সে তার জীবন দিয়ে জাতির কাছে আজ হিরো। আমার মা গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মনে করি একমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটাই রাখা উচিত না।

সাফল্য মেধা ও পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে, কোটা দিয়ে নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র গঠন, সুশাসন প্রতিষ্ঠা, নৈতিকতা বোধ রক্ষায় মেধাভিত্তিক নিয়োগ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই আমি মুক্তিযোদ্ধার নাতি হিসাবে কোটা পদ্ধতি বিলুপ্ত ঘোষণা করার পক্ষে অবস্থান করলাম। কারণ আমি মনে করি, দেশে মেধার সঠিক ব্যবহার না হলে দেশপ্রেম, মূল্যবোধ ক্ষুণ্ন হবে। কোটা পদ্ধতি বিলুপ্ত হোক, মেধার জয় হউক।

উল্লেখ, গত ৭ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

/সাইফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়